‘লিগ ওয়ানের জনপ্রিয়তা বাড়িয়েছে পিএসজি’

চলতি মৌসুমের শুরুতে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফ্রেঞ্চ লিগে যোগ দেওয়ার পর নিজেকে মেলে ধরতে পারেন নি মেসি। তবে লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থানেই আছে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি। তবে অনেকেই ফ্রেঞ্চ লিগকে সমালোচনা করে থাকে। কিন্তু মেসি মনে করেন পিএসজির কারণেই লিগ ওয়ান জনপ্রিয়তা বেড়েছে।

0 7,639

পিএসজির ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে কথা বলেন সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়। সেখানে মেসি বলেন, ‘লিগ ওয়ান খুবই প্রতিযোগিতামূলক লিগ। সাম্প্রতিক বছর গুলোতে লিগ ওয়ান অনেক উন্নতি সাধন করেছে। এতে পিএসজির ভূমিকা অনেক। পিএসজি লিগ ওয়ানের জনপ্রিয়তা বাড়িয়েছে। এটি এখন বেশ প্রতিযোগিতাপূর্ণ আসর। এখানকার যে কোন দল আপনাকে যে কোনো সময় হারানোর সক্ষমতা রাখে। যা ফুটবলে প্রাণ এনে দেয়। ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতা সবসময় ফুটবলকে দারুণ কিছু এনে দেয়। প্রতিটি খেলায় জয় পাওয়া এখানে বেশ কঠিন।’

এর আগে চার বার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার অভিজ্ঞতা রয়েছে মেসির। মেসিকে ঘিরেই এবারের চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্ন দেখছে পিএসজি। পিএসজিতে নিজেকে খুঁজে পেতে সময় নিলেও সতীর্থরা জয়ে ভূমিকা রাখছে। সবশেষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে এমবাপ্পের করা শেষ সময়ের গোলে ১-০-তে জয় সেই অর্থই বহন করে।

এ ব্যপারে মেসি বলেন, ‘উয়েফা চ্যাম্পিয়নস লিগের ব্যপার ভিন্ন। সেখানে বিশ্বের সেরা ফুটবল ক্লাবগুলো খেলার সুযোগ পায়। জয় পাওয়া বেশ কঠিন। শিরোপা উঁচিয়ে ধরা গৌরবের। সামান্য ভুল আপনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে। চ্যাম্পিয়নস লিগ শিরোপা যে কারণেই সকলের কাছে এতো মহত্ত্ব বহন করে।’

চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ঘরের মাঠ এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামার আগে লিগ ওয়ানে এফসি ন্যান্টেস ও নিচের বিপক্ষে নিজেদের জালিয়ে নেওয়ার সুযোগ পাবে পিএসজি। আগামী ২০ ফেব্রুয়ারি লিগ ওয়ানে ন্যন্টেসের বিপক্ষে মাঠে নামবে পিএসজি।

Leave A Reply

Your email address will not be published.