ট্রাফিক আইন মানলে দুর্ঘটনা কমানো সম্ভব: প্রধানমন্ত্রী
গত ১৩ বছরে বাংলাদেশ উন্নয়নের যে স্তরে পৌঁছেছে সেটি সাধারণ মানুষের প্রতি আওয়ামী লীগের প্রতিশ্রুতির বাস্তবায়ন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উন্নত সড়ক নেটওয়ার্কের মাধ্যমে কেন্দ্র থেকে প্রান্তিকপর্যায় পর্যন্ত নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপনে কাজ করছে সরকার।
বুধবার (১২ জানুয়ারি) সকালে গণভবন থেকে সড়ক ও জনপথ বিভাগের ৪টি প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
এ সময় ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা কমানো সম্ভব উল্লেখ করে শেখ হাসিনা অনুরোধও করেন, কোনো অবস্থাতেই যেন আইন নিজের হাতে তুলে না নেওয়া হয়।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রকল্পের আওতায় নবনির্মিত চারটি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একইসঙ্গে ব্যস্ততম সড়ক, রেললাইন বা ফুটপাত ধরে হাঁটার সময় শিক্ষার্থী,পথচারীদের সবাইকে আইন মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, সড়কে কোনো দুর্ঘটনা ঘটলে উত্তেজিত হয়ে কেউ যেন গণপরিবহন ভাঙচুর, অগ্নিসংযোগ না করে আইন নিজের হাতে তুলে না নেন।
সড়কে দুর্ঘটনায় মৃত্যুতে সমবেদনা ও শোক জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের বলব, রাস্তায় চলাচল করার জন্য ট্রাফিক রুলস মেনে চলতে হবে। প্রতিটি স্কুল-কলেজে ট্রাফিক রুলস শিক্ষা দেওয়া উচিত। সেই ব্যবস্থা নিতে হবে।
প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং চিফ মেজর জেনারেল ইবনে ফজল শায়েকুজ্জামানসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। প্রকল্পের স্পট থেকে সরকারি কর্মকর্তা ও উপকারভোগীরাও অনলাইনে যুক্ত ছিলেন।