যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্র ২৪ ঘণ্টায় ১০ লাখের বেশি করোনায় আক্রান্ত হওয়ার রেকর্ড গড়েছে। সোমবার (৩ জানুয়ারি) এই করোনা সুনামির কথা ঘোষণা করা হয়েছে।

0 8,198

ব্লুমবার্গের খবর বলছে, করোনার নতুন ধরন ওমক্রিন এখন আমেরিকানদের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে।

অতিসংক্রামক এই ধরনে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটি। এর আগে বিশ্বের কোনো দেশে এত বিপুল সংখ্যক মানুষ একদিনে করোনায় আক্রান্ত হয়নি।

চারদিন আগে যুক্তরাষ্ট্রে পাঁচ লাখ ৯০ হাজার মানুষ মহামারিতে সংক্রমিত হয়েছিলেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে দ্বিগুণ করোনা আক্রান্তের মাধ্যমে রেকর্ড গড়ল তারা।

ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের মধ্যে গতবছর ৭ মে ভারতে এক দিনে ৪ লাখ ১৪ হাজার রোগী শনাক্ত হয়েছিল। যুক্তরাষ্ট্রের বাইরে এটাই এখন পর্যন্ত এক দিনের সর্বোচ্চ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতি একশ নাগরিকের একজন কোভিডে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেবল সোমবারই রোগী বেড়েছে ১০ লাখ ৪২ হাজার।

কেবল সোমবারই দেশটিতে তিন হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। স্কুল আর অফিস বন্ধ করে দিতে হচ্ছে অনেক এলাকায়। কর্মীদের অফিসে না গিয়ে বাসায় বসেই কাজ করতে উৎসাহিত করছে কোম্পানিগুলো।

পণ্য পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় বাজার পরিস্থিতি নিয়েও শঙ্কা জাগছে। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে।  

Leave A Reply

Your email address will not be published.