বড়দিনে খালেদার জন্য ফখরুলের প্রার্থনা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে আবারও দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

0 4,959

শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শাপলা কুড়ি আয়োজিত পুরষ্কার বিতরণ ও বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময়, দেশের ইতিহাসে যা কিছু মহান ও ভালো সব কিছু ভুলিয়ে দেওয়ার আবহ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, খালেদা জিয়া যুদ্ধের সময় পাকিস্তানিদের হাতে বন্দি ছিলেন। সেই খালেদা জিয়া আজ অত্যন্ত অসুস্থ। তিনি এখন জীবন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।

মির্জা ফখরুল বলেন, আজকের বড়দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা, খালেদা জিয়া জেনো সুস্থ হয়ে যান। আবার আমাদের মাঝে ফিরে আসেন।

Leave A Reply

Your email address will not be published.