কখন করোনার টিকা বেশি কার্যকরী, চলছে গবেষণা
দিনের কোন সময়টাতে করোনার টিকা বেশি কার্যকরী। এ নিয়ে এবার তথ্য তুলে ধরলেন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় বিজ্ঞানী ও গবেষণা প্রতিষ্ঠানগুলো। গত সপ্তাহে প্রকাশিত গবেষণার ফলাফলে দেখা যায়, দিনের মধ্যে বিকেল বেলায় টিকা গ্রহণে শরীরে বেশি অ্যান্টিবডি তৈরি হয়।
করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট আর সংক্রমণের গতি ভাবিয়ে তুলছে গবেষকদের। তবে, করোনার বিষাক্ত ছোবল থেকে বিশ্বকে আশার বাণী শোনাচ্ছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন, অ্যাস্ট্রাজেনেকা কিংবা স্পুটনিক ভ্যাকসিন প্রয়োগে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিশ্বে।