স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আত্মত্যাগী বীর মুক্তিযোদ্ধাদের ইতিহাসের সর্বোচ্চ সম্মান জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বিজয় উদযাপনের একদিন আগেই এবার ১৫ ডিসেম্বর জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানানোর কথা রয়েছে মুক্তিযুদ্ধকালীন বন্ধুপ্রতিম দেশ ভারতের রাষ্ট্রপ্রতির। এ কারণে প্রায় এক মাস ধরেই পরিষ্কার, পরিচ্ছন্নতাসহ লাল-সবুজের আভায় সৌধ চত্বরকে সাজিয়েছে গণপূর্ত বিভাগ। এ উপলক্ষে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নবম পদাতিক ডিভিশনের কমান্ডিংয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনে তিন বাহিনীর সদস্যরা শেষ মুহূর্তে তাদের সশস্ত্র মহড়া ঝালিয়ে নিচ্ছেন। বিউগলের সুরের মূর্ছনায় স্বাধীনতা সংগ্রামে শাহাদতবরণকারী শহীদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য সর্বশেষ প্রস্তুতিও চলছে। এ ছাড়া প্রস্তুতিমূলক কুচকাওয়াজ ও মোটরসাইকেল মহড়ায় ব্যস্ত সময় কাটছে সশস্ত্র তিন বাহিনীর সদস্যদের।