সালাহর রেকর্ড ভেঙে ইতিহাস হালান্ডের

0 12,988

 

হাতে বেশ কয়েকটি ম্যাচ। রেকর্ডটা যে আরলিং হালান্ডেরই হতে যাচ্ছে, সেটি জানাই ছিল। অপেক্ষা ছিল শুধু সময়ের। বুধবার রাতে আর্সেনালের বিপক্ষে গোল করে সেই অপেক্ষা ফুরোলেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার।

ইংলিশ প্রিমিয়ার লিগ ৩৮ ম্যাচের মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন হালান্ড। এতদিন এই রেকর্ডটি ছিল লিভারপুলের মোহাম্মদ সালাহর দখলে।

বুধবার আর্সেনালকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে দুর্দান্ত ছিলেন হালান্ড। দুই অ্যাসিস্টের সঙ্গে ম্যাচের যোগ করা সময়ে দলের হয়ে চতুর্থ গোলটি করেন নরওয়ের এই স্ট্রাইকার।

আর এই গোলের মধ্য দিয়েই নতুন মাইলফলক গড়েছেন হালান্ড। এটি ছিল চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে তার ৩৩তম গোল।

 

২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের হয়ে অভিষেকেই ৩২ গোল করে রেকর্ড গড়েছিলেন সালাহ। ২৯ ম্যাচ খেলে ৩৩ গোল করে এরই মধ্যে সালাহকে ছাড়িয়ে গেলেন হালান্ড। হাতে আছে আরও ৭ ম্যাচ। হালান্ড নিজেকে অনন্য উচ্চতায় তুলেই তবে থামবেন!

 

এমএমআর/জেআইএমjn24

Leave A Reply

Your email address will not be published.