বাংলাদেশকে সম্মান জানানো হলো আর্জেন্টিনার লিগে

0 15,731

ফুটবল বিশ্বকাপ যেন এক সুতোয় বেঁধে দিয়েছে বাংলাদেশ আর আর্জেন্টিনাকে। আগে থেকেই বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী ছিল। তবে এর আগে তাদের আবেগ-উম্মাদনা নিয়ে বিশ্ব মিডিয়ায় এমন মাতামাতি হয়নি, যেমনটি গত বিশ্বকাপে হলো।

বাংলাদেশের মানুষকে বিশ্বকাপের সময় ধন্যবাদ জানিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল দলের টুইটার হ্যান্ডলেও তখন বাংলাদেশকে নিয়ে পোস্ট দেওয়া হয়েছিল।

কদিন আগে বিশ্বকাপ জয় নিয়ে আর্জেন্টিনার ‘ওলে’ পত্রিকাকে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেই সাক্ষাৎকারেও এক পর্যায়ে উঠে আসে বাংলাদেশ এবং এ দেশের মানুষদের আর্জেন্টিনা ও মেসিকে সমর্থনের প্রসঙ্গটি।

 

এবার আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগে বাংলাদেশের পতাকা সামনে এনে ধন্যবাদ ও সম্মাননা জানালো হলো। লিগের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করা হয়েছে সে ছবি। যেখানে লিখা হয়েছে, ‘ধন্যবাদ বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন লিগ চিরকৃতজ্ঞ থাকবে।’

এমএমআর/জিকেএ jago news24

Leave A Reply

Your email address will not be published.