বরিশালের প্রথম দিনের অনুশীলনে নেই সাকিব

0 16,833

 

দরজায় কড়া নাড়ছে বিপিএল। তার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো। আজ (সোমবার) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফরচুন বরিশালের দলীয় অনুশীলন।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে এই অনুশীলনে দেখা যায়নি দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে। সাকিব আজ ছিলেন বিশ্রামে।

 

তবে বাকিরা সবাই অনুশীলন করেছেন। প্র্যাকটিসে ছিলেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও।

জানা গেছে, ছুটি কাটিয়ে সাকিব অনুশীলনে ফিরবেন ৫ জানুয়ারি। ৭ জানুয়ারি বরিশালের প্রথম ম্যাচ সিলেটের বিপক্ষে।

 

এআরবি/এমএমআর/জেআইএম jn

Leave A Reply

Your email address will not be published.