আজই অস্ট্রেলিয়া ছাড়ছে টাইগাররা

0 15,886

আজ পাকিস্তানকে হারাতে পারলে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে খেলতো বাংলাদেশ। কিন্তু অ্যাডিলেড ওভালে বাবর আজমের দলের কাছে ৫ উইকেটের হারে সেই স্বপ্ন ভেঙেছে।

হাতের কাছে পাওয়া সুযোগও কাজে লাগাতে না পারার হতাশা নিয়েই দেশে ফিরতে হচ্ছে টিম বাংলাদেশকে। সঙ্গী সুপার টুয়েলভপর্বে নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের মতো খর্বশক্তির দুই দলকে হারানোর সুখস্মৃতি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পর অস্ট্রেলিয়ার মাটিতে আর একদিনও থাকবে না জাতীয় দল। আজ রাতেই দেশের উদ্দেশ্যে শুরু হচ্ছে বিমান যাত্রা।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে রোববার বাংলাদেশ সময় গভীর রাতে উঠবে জাতীয় দলের বহর। সব কিছু ঠিক থাকলে আগামীকাল ৭ নভেম্বর রাত ১০টা ৪০ মিনিটে রাজধানী ঢাকায় এসে পৌঁছানোর কথা টাইগারদের।

গ্রুপপর্বে জিম্বাবুয়ে (৩ রানে) আর নেদারল্যান্ডসকে (৯ রানে) হারালেও দক্ষিণ আফ্রিকা (১০৪ রানে), ভারত (৫ রানে) ও পাকিস্তানের (৫ উইকেটে) মতো দলের বিপক্ষে একটি জয় পায়নি বাংলাদেশ। গ্রুপে পঞ্চম হয়ে দেশে ফেরত আসছে সাকিব আল হাসানের দল।

এআরবি/এমএমআর/জিকেএস jn

Leave A Reply

Your email address will not be published.