বুধবার রাতে শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা। প্রথম পর্ব থেকে আট গ্রুপ থেকে ১৬ দল জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।
আগামী সোমবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে নকআউট পর্বের ড্র। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ১৪, ১৫, ২১ এবং ২২ তারিখে অনুষ্ঠিত হবে রাউন্ড ১৬-এর প্রথম লেগের খেলা।
এক নজরে শেষ ষোলোতে জায়গা করে নিলো যারা:
গ্রুপ ‘এ’: ন্যাপোলি, লিভারপুল।
গ্রুপ ‘বি’: পোর্তো, ক্লাব ব্রুজ।
গ্রুপ ‘সি’: বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান।
গ্রুপ ‘ডি’: টটেনহ্যাম হটস্পার, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।
গ্রুপ ‘ই’: চেলসি, এসি মিলান।
গ্রুপ ‘এফ’: রিয়াল মাদ্রিদ, লাইপজিগ।
গ্রুপ ‘জি’: ম্যানচেস্টার সিটি, বরুশিয়া ডর্টমুন্ড।
গ্রুপ ‘এইচ’: বেনফিকা, পিএসজি।