ছন্দ ফিরে পাওয়া বার্সা ৩-০ গোলে জয় পেয়েছে ভিয়ারিয়ালের বিপক্ষে

0 8,780

মাত্র দিন চারেক আগে এলক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের সামনে এক কথায় উড়ে গিয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচে রিয়াল ৩-১ গোলে হারায় কাতালানদের। এবার লা লিগায় ছন্দ ফিরে পাওয়া বার্সা ৩-০ গোলে জয় পেয়েছে ভিয়ারিয়ালের বিপক্ষে। প্রত্যাবর্তনের এ ম্যাচে জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোভস্কি।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে জাভি হার্নান্দেসের শিষ্যরা প্রথমার্ধের মাত্র সাত মিনিটে লেভার গোলে লিড নেয়। তার জোড়া গোলের পর প্রতিপক্ষের জালে শেষ পেরেক ঢুকে দেন আনসু ফাতি।

এদিন পাঁচ পরিবর্তন নিয়ে একাদশ সাজান জাভি। ফলও আসে হাতেনাতে। উদীয়মান ফাতি শুরু থেকে আক্রমণে জোর বাড়ান। ম্যাচের প্রথম ও ১৯তম মিনিটে পর পর দুটি সুযোগ হাতছাড়া করার পর ৩৭তম মিনিটে জালের দেখা পান ফাতি। এর আগে ৩০ মিনিটে প্রথম ও ৩৪তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন লেভানদোভস্কি।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষ দিকে আরও বেশ কয়েকটি সুযোগ এলেও কাজে লাগাতে পারেনি বার্সা।

লা লিগার এবারের আসরে ১০ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে বার্সেলোনা। সমান ম্যাচে শীর্ষে থাকা রিয়ালের বেশি ৩ পয়েন্ট। রিয়াল সোসিয়েদাদ ২২ পয়েন্ট নিয়ে আছে তিনে। ১৫ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল আছে আট নম্বরে।

এমকেআর/জিকেএস JN

Leave A Reply

Your email address will not be published.