রোববার শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। তার আগে সুপার ফোরের শেষ ম্যাচে একপ্রকার ড্রেস রিহার্সাল লড়াইয়ে মাঠে নামছে এ দুই দল।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে আগে অন্যরকম ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলঙ্কা। আগের তিন ম্যাচ পরে ব্যাটিং করেই জিতেছে তারা।
এশিয়া কাপের এবারের আসরে দুই দলের যাত্রা একইরকম। দুই দলই হেরেছে নিজেদের প্রথম ম্যাচ। তবে এরপর টানা তিন জয়ে ফাইনালের টিকিট কেটেছে তারা। আজ জিতে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকা লক্ষ্যই থাকবে দুই দলের।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাপাকসে, দাসুন সাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, দিলশান মধুশঙ্কা।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, উসমান কাদির, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, হাসান আলি, হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন।
এসএএস/এএসএম Jago News