কাতার বিশ্বকাপের খেলা সরাসরি দেখাবে টি স্পোর্টস
কাতারে হতে যাওয়া 'ফিফা বিশ্বকাপ ২০২২'-এর খেলা বাংলাদেশে দেখাবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল 'টি স্পোর্টস'। 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'খ্যাত বিশ্বকাপ ফুটবলের বাংলাদেশে সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে টি স্পোর্টস। আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রতিটি খেলা সরাসরি দেখা যাবে চ্যানেলটিতে।
টি স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান জানান, ‘দেশের প্রথম স্পোর্টস চ্যানেল হিসেবে শুরু থেকেই আমরা ক্রীড়া বিশ্বের সব আলোচিত ইভেন্ট সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়ে আসছি। ফিফা বিশ্বকাপ হলো ক্রীড়া বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। ফুটবল ও ফিফা বিশ্বকাপের প্রতি এ দেশের মানুষের আবেগ বরাবরই আলাদা। সে কারণে ফিফা বিশ্বকাপ বাংলাদেশে সম্প্রচারের স্বত্ব পেতে আমরা আলোচনা চালিয়ে গেছি। ফিফার প্রতি আমরা কৃতজ্ঞ, তারা টি স্পোর্টসকে বিশ্বকাপ সম্প্রচারের সহযাত্রী হিসেবে বেছে নিয়েছে।’
নভেম্বরের ২০ তারিখে শুরু হতে যাওয়া বিশ্বকাপের এবারের আসরটি আরব বিশ্বে হতে যাওয়া প্রথম বিশ্বকাপ। এশিয়ার দেশে অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের মানুষের জন্য অপেক্ষাকৃত সুবিধাজনক হবে এবারের খেলার সময়গুলো। বিশ্বকাপের ম্যাচগুলো মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা, রাত ১০টা ও রাত ১টায়।
শুধু বিশ্বকাপের খেলা দেখানোতেই সীমাবদ্ধ থাকছে না চ্যানেলটি। খেলার পাশাপাশি বিশ্বকাপকেন্দ্রিক টিভি শো-র ক্ষেত্রেও এবার বৈচিত্র্য নিয়ে আসছে টি স্পোর্টস। চমক হিসেবে আলোচনা অনুষ্ঠানগুলোয় এক্সপার্ট হিসেবে যোগ দেবেন ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের হয়ে ফুটবল বিশ্বকাপ খেলা সাবেক ফুটবলাররা।
এ বিষয়ে টি স্পোর্টসের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেন, ‘ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে এর আগেও বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। কিন্তু, আমাদের ভাবনা এবার একেবারেই আলাদা। ইন্টারন্যাশনাল বিভিন্ন স্পোর্টস চ্যানেলের সঙ্গে পাল্লা দেয়ার মতো অনুষ্ঠান নির্মাণ করতে চাই আমরা। সেভাবেই সব পরিকল্পনা হয়েছে। আশা করি, টি স্পোর্টসের দর্শকরা গর্ব করার মতো অনুষ্ঠান পাবে।’