রাজধানীতে তৃতীয় লিঙ্গের একজনের ‘আত্মহত্যা’
রাজধানীর গোপীবাগে অন্তরা (২২) নামে তৃতীয় লিঙ্গের একজন গলায় ফাঁস নিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে গোপীবাগ রেলগেট সংলগ্ন একটি বাড়ির সাততলায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৫টায় মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু আব্দুল হালিম জানান, তিনি নিজে টিকাটুলি এলাকায় থাকেন। দুপুরে অন্তরাকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করছিলেন না। পরে তিনি অন্তরার বাসায় গিয়ে অনেকবার দরজায় নক করেন। তবুও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। তখন জানালা দিয়ে দেখতে পান অন্তরা ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলছেন।
পরে ঝুলন্ত অবস্থা থেকে অন্তরাকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে অন্তরা গলায় ফাঁস দিয়েছেন তা জানা যায়নি। অন্তরার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।