দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৩

দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হলেও রোববার (১৭ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় আরও দুজনের মৃত্যু হওয়ায় চলতি বছর বন্যায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১২৩।

0 10,021

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দুজনই বন্যার পানিতে ডুবে মারা গেছেন। এছাড়াও, এ সময়ের মধ্যে প্রায় ২০ হাজার ১৩৪ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, মৃতদের মধ্যে সিলেট জেলায় ৬৯ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ১২ জন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন। মোট মৃতের মধ্যে বন্যার পানিতে ডুবে ৯৬ জন, বজ্রপাতে ১৫, সাপের কামড়ে দুই, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে ৯ জনের মৃত্যু হয়েছে। জেলা হিসাবে বেশি মানুষ মারা গেছে সুনামগঞ্জে।

গত ১৭ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত মৃত্যুর এ সংখ্যা রেকর্ড করা হয়েছে।

বন্যা কবলিত ৭০ উপজেলার মধ্যে সিলেট বিভাগে ৩৩, রংপুর বিভাগে ১৬, ময়মনসিংহ বিভাগে ২০ এবং চট্টগ্রাম বিভাগে একটি।

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কুড়িগ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা। 

Leave A Reply

Your email address will not be published.