ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত
রাজধানীর আদাবর বেড়িবাঁধে গরুবাহী ট্রাকের ধাক্কায় রতন হোসেন (২১) নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মেদ পাটোয়ারী সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রতন হোসেন পুলিশের বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়নে (এসপিবিএন) কনস্টেবল ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জে।
মুজিব আহম্মেদ পাটোয়ারী বলেন, রতন মোটরসাইকেলে ছিলেন। গরুবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ট্রাকচালক ও সহকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।