পদ্মা সেতু এলাকায় নৌচলাচলে বিধিনিষেধ

দুয়ার খোলার অপেক্ষায় স্বপ্নের পদ্মা সেতু। শনিবার (২৫ জুন) উদ্বোধন উপলক্ষ্যে দুই পাড়ে এখন সাজ সাজ রব। উদ্বোধন অনুষ্ঠান ঘিরে আশপাশের এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এর অংশ হিসেবে পদ্মা সেতু এলাকার নৌপথে নৌযান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

0 12,810

বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিশেষ নৌ-সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে জানানো হয়, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সফল ও নিরাপদভাবে সম্পাদনে পদ্মা সেতু সংলগ্ন সব নৌপথে শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট ছাড়া অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকবে। আর সেতু উদ্বোধনের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের নৌযান।

তবে অনুষ্ঠান বাস্তবায়ন কাজে ব্যবহারের উদ্দেশ্যে অনুমোদিত নৌযান এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

Leave A Reply

Your email address will not be published.