মতিঝিলে ফুটপাতে ডেলিভারিম্যানের মরদেহ

রাজধানীর মতিঝিলে ফুটপাত থেকে নুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

0 4,862

রোববার (১৫ মে) ভোররাতে মতিঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ মর্গে পাঠায়।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, খবর পেয়ে ভোররাতে মতিঝিল বিমান অফিসের সামনের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে, নুরুল ইসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মৌচাক শাখায় ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন।

এসআই আরও জানান, নুরুল ইসলাম নামে ওই ব্যক্তি মতিঝিল এলাকার ফুটপাতে ঘুমাতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.