ঢাকায় ফিরলেন সাকিব

লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে প্রিমিয়ার লিগ খেলতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। সকাল ৯টায় যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন সাকিব। এয়ারপোর্টে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়ে দিলেন, শ্রীলঙ্কা সিরিজে থাকছেন তিনি।

0 12,907

গত এক মাস কঠিন সময় কেটেছে সাকিবের। হাসপাতালে থাকা পরিবারের সদস্যদের পাশে থাকতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট না খেলেই ঢাকায় চলে আসেন সাকিব। এরপর শাশুড়ির মৃত্যুর কারণে ছুটে যান যুক্তরাষ্ট্রে। সব ধকল কাটিয়ে অবশেষে ঢাকায় ফিরলেন বাংলাদেশের সেরা খেলোয়াড়।

দেশে ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হন সাকিব। সেখানে তিনি জানান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন তিনি। আর সেই প্রস্তুতি নিতে ক্রিকেটে ফোকাস ফেরাতে লিগ খেলার সিদ্ধান্ত নেন তিনি। সাকিব বলেন, ‘একদম হঠাৎ করেই ডিসিশন নিয়েছি। মানে এক ঘণ্টার মধ্যে ডিসিশন নিয়েছি। ভাবলাম খেলার একটা সুযোগ আছে। সামনে যেহেতু শ্রীলঙ্কা সিরিজ আছে, ফলে এখন যদি কয়েকটা ম্যাচ খেলতে পারি তো আমার জন্য প্রস্তুতিটাও ভালো হবে। যেখানে বেশ এক মাসের মতো বিরতি হয়ে গেল আমি ক্রিকেট খেলি না, তাই এই সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে সাকিব নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা সিরিজে খেলছেন তিনি। কোনো সন্দেহ নেই। সাকিব বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে খেলব এটা নিয়ে তো কোনো সন্দেহ ছিল বলে আমার মনে হয় না। হ্যাঁ, যদি কোনো জরুরি কিছু থাকত তাহলে খেলতাম না।’

বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে তিনি। আর এই বিরতিতে পরিবারের সঙ্গে কাটানোর ফলে এখন কেমন অনুভব করছেন তাও জানালেন সাকিব। সাকিব বলেন, ‘এখন অনেক ভালো অনুভব করছি। এখন ফোকাসটা ক্রিকেটে রাখতে চাচ্ছি। তো চেষ্টা থাকবে সামনে যত ম্যাচ আছে সবই যেন খেলতে পারি।’

এদিকে সতীর্থ মোশাররফ রুবেলের কথা উঠলে সাকিব বলেন, জীবনের কঠিন বাস্তবতার কথা। সাকিব বলেন, ‘এটা খুবই স্যাড। আমি যখন আমেরিকায় ছিলাম তখন খবর দেখলাম তিনি বাসায় গেলেন, ভালো অনুভব করছেন। তো আমি ভাবলাম তিনি সুস্থ হয়ে যাচ্ছেন। তবে প্লেনে আমি যখন ছিলাম তখন তার মৃত্যুর খবরটা পাই আমি। খবরটা খুবই দুঃখজনক। আসলে জীবনের যে কোনো নিশ্চয়তা নেই তারই একটা প্রমাণ এটা।’

বৃহস্পতিবারই মাঠে নামতে পারেন সাকিব। খেলবেন মাশরাফীর রূপগঞ্জের হয়ে ডিপিএলের সুপার লিগ।

Leave A Reply

Your email address will not be published.