নেইমারের মানসিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন অঁরি
বেলজিয়াম ফুটবল দলের সহকারী কোচ ও বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা থিয়েরি হেনরি ব্রাজিলিয়ান তারকা নেইমারের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই মৌসুমে ইনজুরি ও বাজে ফর্মের সঙ্গে লড়াই করা নেইমারের মানসিক অবস্থা খুব একটা ভালো নয় বলেই মনে করেন অঁরি নামে পরিচিত ফরাসি কিংবদন্তি। তিনি মনে করেন এই অবস্থা থেকে ফিরে আসতে সতীর্থদের সাহায্য দরকার নেইমারের ।
এই মৌসুমে নেইমারের পারফরম্যান্স ক্রমশ নিম্নমুখী। ২০২১-২২ মৌসুমে ১৮ ম্যাচ খেলে মাত্র ৪টি গোল করেছেন নেইমার। আরো চারটি গোলে সহায়তা করা নেইমার ইনজুরিতে মিস করেছেন আরও ১৮টি ম্যাচ। সবশেষ নিসের সঙ্গে ১-০ গোলে হারা ম্যাচে নেইমার মাঠে থেকে দেখেছেন দলের পরাজয়। ম্যাচে বলার মত কিছুই করতে পারেননি মেসি-রোনালদোর পরে তর্কযোগ্যভাবে পৃথিবীর তৃতীয় সেরা এই ফুটবলার।
সাবেক আর্সেনাল ও বার্সা তারকা অঁরি মনে করেন, নেইমার মানসিক ভাবে ভেঙে পড়ছে। সে তার সেরা অবস্থায় নেই। তার সাহায্য দরকার।
সাম্প্রতিক সময়ে নেইমার নিজেও তার খেলা, চোট ও মাঠের বাহিরের জীবন নিয়ে বেশ কয়েকবার খোলামেলা কথা বলেছেন।
ভিডিও স্ট্রিমিং সার্ভিস ‘ডিএজেডএন’ কে দেওয়া এক ইন্টারভিউয়ে নেইমার বলেছিলেন, নিকটতম ভবিষ্যতেই নেইমার অবসর নিয়ে ভাবছেন। তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় কাতারে ২০২২ এর বিশ্বকাপই আমার শেষ বিশ্বকাপ। যতদূর দেখছি এটাই আমার শেষ কারণ আমার মনে হয় না, ফুটবলের সঙ্গে আরও বেশিদিন থাকার মতো মানসিক শক্তি আমার অবশিষ্ট থাকবে।’
নেইমার আরও জানিয়েছিলেন যে, তিনি ইউরোপিয়ান ক্লাব ফুটবলের তীব্র চাহিদার সঙ্গে মানিয়ে নিতে গিয়ে ক্লান্ত। তাই অনেকেই নেইমারের সম্ভাব্য আমেরিকা গমনের ইঙ্গিতও পাচ্ছেন তার কথার মধ্যেই।
অঁরি মূলত নেইমারের এই ইন্টারভিউয়ের সঙ্গে নেইমারের সাম্প্রতিক পারফরম্যান্সের যোগসূত্র খুজে পাচ্ছেন। ৩০ বছর বয়সী ফরোয়ার্ড মাঠে নিজের পজিশন খুঁজে পাচ্ছে না বলে মনে করেন অঁরি। তিনি বলেন, ‘হয়তো সে মাঠে নিজেকে জায়গায় খুঁজে পাচ্ছে না। আপনারা বলতে পারেন, সে আগের মতো ভালো নেই আর, কিন্তু এখানে অন্যকিছু আছে।’
অঁরি আরও যোগ করেন, সম্প্রতি নেইমার নিজের প্রায় সব ইন্টারভিউয়ে নিজের মানসিক স্বাস্থ্য ও চাপ নিয়ে কথা বলছে। আমার মনে তাই প্রথমেই প্রশ্ন আসছে, সে কী ঠিক আছে? এটা আরও অধিক বেশি কিছু তার নাট্মেগ করতে না পারা বা ড্রিবলিংয়ে বোকা বানাতে না পারা কিংবা স্প্রিন্টে কাউকে ছিটকে ফেলতে না পারার চেয়েও।’
আরও পড়ুন:জন্মদিনে রিয়াল মাদ্রিদকে নিয়ে অজানা ১০ তথ্য
অঁরি মনে করছেন নেইমারের সাহায্য দরকার। সে চিৎকার করে সাহায্য চাচ্ছে কিন্তু কেউ শুনতে পারছে না।