ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে রাশিয়ার হামলা
ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়ান সৈন্যরা। শুক্রবার (৪ মার্চ) এ হামলার ঘটনা নিশ্চিত করেছেন পার্শ্ববর্তী এনাহোডার শহরের মেয়র ডিমিত্রো অরলভ।
ফেসবুকে তিনি লেখেন, সারাবিশ্বের জন্য ভয়ংকর হুমকি!!!, বিভিন্ন ভবন ও ব্লকে একটানা গোলাবর্ষণের ফলাফল হিসেবে জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছে!!!
অরলভ আরও জানান, দমকলকর্মীরা আগুন নেভাতে যেতে পারেননি। তিনি নিশ্চিত করেননি ঠিক কী কারণে আগুন নেভানো যায়নি। এর আগে তিনি জাপরিজিয়া থেকে ১১২ কিলোমিটার দূরে এনাহোডারে রাশিয়ান হামলায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার কথা জানান। এ সময় রুশরা বিদ্যুৎকেন্দ্রে প্রবেশের সব পথ আটকে দেয়।
হোয়াইট হাউস জানিয়েছে, তারা গভীরভাবে এ ঘটনা পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, এ ঘটনায় বিকিরণ স্বাভাবিক পর্যায়ে আছে।
গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো রুশদের অন্যতম নিশানায় পরিণত হয়েছে।