উরুগুয়েকে জিততে দিলো না দক্ষিণ কোরিয়া
কাতার বিশ্বকাপে এশীয় দেশগুলোর দাপট চলছেই। সৌদি আরব, জাপানের পর এবার বড় দলকে থমকে দিলো আরেক এশিয়ান দেশ দক্ষিণ কোরিয়া। এবার কোরিয়ানদের শিকার উরুগুয়ে। দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের গোলই করতে দেয়নি কোরিয়ার ফুটবলাররা। যার ফলে ম্যাচ হয়েছে গোলশূন্য…