মার্চ থেকে বিমানের যাত্রীসেবা ডিজিটালাইজড করা হবে: প্রধানমন্ত্রী
আগামী মার্চ মাস থেকে বিমানের যাত্রীসেবা পুরোপুরি ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ালাইন্সের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। আরও ছিলেন, বিমান সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুল হাসান, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান।