গণপরিবহন বন্ধ, প্লেনে বরিশালের সমাবেশে যাবেন ফখরুল

0 15,763

গণপরিবহন ধর্মঘটের কারণে বরিশালে গণসমাবেশে যোগ দিতে প্লেনে করে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার একটি ফ্লাইটে তিনি বরিশাল রওনা দেবেন।

সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বরিশাল সমাবেশের কারণে সরকার গণপরিবহনসহ সবকিছু বন্ধ করে দিয়েছে। আর কোনো রাস্তা নেই। বিকেলে সাড়ে ৪টার ফ্লাইটে আমি বরিশাল যাবো।

এদিকে বরিশালে লঞ্চ, স্পিডবোট, বাস, মাইক্রোবাস, থ্রি হুইলার চলাচল বন্ধ রয়েছে। ৪ ও ৫ নভেম্বর এই দুদিন চলবে গণপরিবহনের ধর্মঘট।

বাস মালিক সমিতি বলছে, মহাসড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে তারা ধর্মঘট ডেকেছে।

অন্যদিকে পাল্টা বাসমালিক-শ্রমিকদের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে তিন চাকার যানের ধর্মঘট ডেকেছে বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন।

তবে বিএনপির নেতারা বলছেন, ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতেই এই ধর্মঘট।

কেএইচ/জেডএইচ/এমএস JN

Leave A Reply

Your email address will not be published.