‘বিএনপি আন্দোলন আন্দোলন খেলার চেষ্টা করছে, জমাতে পারছে না’

0 12,825

বিএনপি আন্দোলন আন্দোলন খেলার চেষ্টা করছে, কিন্তু জমাতে পারছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে টেলিভিশন শিল্পী, পরিচালক, প্রযোজক, কুশলীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এমন মন্তব্য করেন।

বিএনপি দেশে আন্দোলনের নামে সংকট সৃষ্টির চেষ্টা করছে কি না- এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির উদ্দেশ্যই হচ্ছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এর আগে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ না নিলে মারা যাবেন বলে তারা আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি।

হাছান মাহমুদ বলেন, এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনার পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীতে সংকট চলছে। সেটি থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন নয়। এ প্রেক্ষাপটে বিএনপি এখন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

‘তবে এর থেকে বেশি বিশৃঙ্খলা আমরা ২০১৩, ‘১৪, ’১৫ সালে মোকাবিলা করেছি। সুতরাং তাদের এ বিশৃঙ্খলা, হুমকি, আন্দোলন আন্দোলন খেলা এগুলো মোকাবিলা করা আমাদের কাছে কোনো ব্যাপার নয়।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তত্ত্বাবধায়ক সরকার না মানলে, রাজপথে ফয়সালা করা হবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে হাছান মাহমুদ বলেন- ১০ বছর ধরে তারা রাজপথে ফয়সালার কথা বলে আসছে। মির্জা ফখরুল সাহেবের এ বক্তব্য ছাড়া আর কোনো বক্তব্য নেই৷

‘তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন (ইসি), খালেদা জিয়ার হাঁটুর ব্যাথা, কোমরে ব্যাথা, তারেক রহমানের শাস্তি তাদের রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে।’

আরএমএম/এসএএইচ/এমএস JN

Leave A Reply

Your email address will not be published.