বীর মুক্তিযোদ্ধা আবু ছালেহর মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এম আবু ছালেহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 13,027

বুধবার (৩ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ছালেহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একনিষ্ঠ অনুসারী এবং তার ঘনিষ্ঠ সহচর ছিলেন। অত্যন্ত কর্মীবান্ধব এই বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ছাত্রজীবনে চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। শুদ্ধ রাজনীতির চর্চায় তিনি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় এবং অনুকরণীয় হয়ে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বুধবার চট্টগ্রামের সাতকানিয়ার নিজ বাসভবনে বাধ্যর্কজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
এ ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বীর মুক্তিযোদ্ধা আবু ছালেহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave A Reply

Your email address will not be published.