অর্থপাচার মামলায় জামিন পাননি বগুড়ার যমুনা ব্যাংক ম্যানেজার

১২ কোটি টাকা অর্থপাচার মামলায় যমুনা ব্যাংকের বগুড়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার শওকত আরমানকে জামিন দেননি হাইকোর্ট।

0 5,089

বৃহস্পতিবার (৭ জুলাই) বিচারপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

বগুড়া শহরের বড়গোলা শাখার ম্যানেজার শওকত আরমান ২০১৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ২৪ জন গ্রাহকের টাকা নিজ একাউন্টে নিয়ে আত্মসাত করেন। এমন অভিযোগের ভিত্তিতে তদন্তে প্রাথমিকভাবে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয় তার বিরুদ্ধে।

এরপর তিনি বদলি হয়ে অন্যত্র চলে যান। ২০২০ সালে জুলাই মাসে বগুড়ায় ব্যাংকে এলে সেখান থেকে তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আত্মসাতের কথা স্বীকার করেন তিনি। আরমানের বিরুদ্ধে দুদক সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে অর্থ আত্মসাতে অভিযোগে মামলা দায়ের করেন। গ্রেফতার করা হয় তার তিন সহযোগীকেও।
Leave A Reply

Your email address will not be published.