ঝড়-বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
দেশের আট বিভাগের বিভিন্ন জায়গায় বজ্রবৃষ্টিসহ শিলাবৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে আগামী তিনদিনে বৃষ্টির পরিমাণ অনেক কমে যাবে।
শনিবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় দেয়া আবহাওয়া অধিদফতরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের দু’ এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
এছাড়া আগামী তিনদিনে বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
এদিকে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘কাল থেকে সারাদেশে বৃষ্টি কমে যাবে। তবে আজ বিকেলে বা সন্ধ্যার দিকে বৃষ্টি হবে। মাসের শেষের দিকে আবারও ঝড়-বৃষ্টি শুরু হবে।’
তাপমাত্রার অংশে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। সেখানে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর মাইজদীকোর্টে, ৪৫ মিলিমিটার।