আরেকটি জয় দরকার পিএসজির

ফরাসি লিগ ওয়ানে ঘরের মাঠে মার্সেই-এর বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে মেসির পিএসজি। এ জয়ে শিরোপা অনেকটা নিশ্চিত হয়ে গেল প্যারিসের ক্লাবটির। লিগে আর একটি জয় পেলেই আবারো এক মৌসুম পর লিগ শিরোপা ঘরে তুলতে যাচ্ছে পিএসজি।

0 10,526

লিগ শিরপাটাই হতে যাচ্ছে পিএসজির এ মৌসুমের একমাত্র সাফল্য। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের কাছে হারের পর নানা সমালচনায় পড়েছে দলের কোচসহ খেলোয়াড়রাও। তবে আপাতত তাদের এ মিশনে পানি ঢালার কেউ আর নেই। কারণ লিগ শিরোপা জিততে পিএসজির দরকার মাত্র এক জয়। তিন দিন পর এঞ্জারসের বিপক্ষে জয় পেলেই শিরোপার স্বাদ পাবে মেসি-নেইমাররা।

এদিকে রোববারের (১৭ এপ্রিল) ম্যাচে মার্সেয়ের বিপক্ষে প্রথমেই এগিয়ে যায় পিএসজি। ম্যাচের ১১তম মিনিটে ভেরাত্তির পাস থেকে গোল করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে ৩১তম মিনিটে দলকে সমতায় ফেরান দুজে কার।

কিন্তু বিরতির আগেই আবারো এগিয়ে যায় প্যারিসের ক্লাবটি। প্রথম হাফের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় পিএসজি। মার্সেইয়ের ডি-বক্সের ভিতরে পিএসজির লেফট ব্যাক নুনো মেন্ডেজকে ফাউল করে। যাতে পেনাল্টি পায় পিএসজি। সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ফরাসি তারকা এমবাপ্পে। ২-১ গোলে লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয় হাফে দুই দলই গোল করার অনেকগুলো সুযোগ পায়, তবে কাজে লাগাতে পারেনি। ৮৬ মিনিটে মার্সেইয়ের হয়ে সমতায় ফিরিয়েছিলেন ডিফেন্ডার সালিবা। তবে ভিএআরের সাহায্যে সেই গোলটি বাতিল হয়ে যায়। ফলে ২-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

এ জয়ে ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইল পিএসজি। আর সমান ম্যাচ খেলে ১৫ পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে মার্সেই।      

Leave A Reply

Your email address will not be published.