পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

পিরোজপুর জেলা বিএনপির তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

0 10,191

জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেনকে আহ্বায়ক, জেলার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদকে সদস্য করে এ কমিটি ঘোষণ করা হয়েছে।


নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জেলার বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। তারা বলেন, কেন্দ্র একটি সুন্দর কমিটি ঘোষণা করেছে। নতুন ঘোষিত কমিটি জেলা বিএনপির রাজনীতিতে এক নতুন দিক উন্মোচন করবে।

উল্লেখ্য, নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি জেলা ছাত্রদলের সভাপতি থাকাকালে পিরোজপুর ও বরিশালে এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। সেই সময় তিনি একাধিক মামলার আসামি হয়ে কারাবরণ করেছেন।
Leave A Reply

Your email address will not be published.