ফর্ম নিয়ে যা বললেন রোনালদো
ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সমালোচনা হচ্ছে বিস্তর। সমস্যাটা মূলত তার ক্লাবের দুরাবস্থায়। এবার সব সমালোচনার জবাব দিলেন তিনি।
রোনালদো ইউনাইটেডের চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। নামের পাশে রয়েছে ১৫ গোল। তবুও সমালোচনা তাকে নিয়ে। এসবের জবাবে ইংল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ডিএজেডএনকে তিনি বলেছেন, ‘আমি বছরের পর বছর দেখিয়েছি পরিসংখ্যান কার পক্ষে। আমি যে খুব ভালো আছি এটা কাউকে বলার প্রয়োজন মনে করি না। কারণ পরিসংখ্যান তো আছেই।’
রোনালদো যোগ করেন, ‘আমি গোল করেই যাব, সহায়তাও করব। সেটা যেমন জাতীয় দলে তেমনি আমার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেও। আমি ১৮ বছর বয়সী টপ লেভেলে খেলা শুরু করেছি। ১৫-১৬ বছর ধরে টপ লেভেলে আছিও। কঠোর পরিশ্রম করে যাওয়া আমার ডেডিকেশন, প্যাশন ও আকাঙ্ক্ষা।’
এর আগে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) তিনি বলেছিলেন, কবে অবসর নেবেন। রোনালদোর ভাষ্য, ‘আমি জানি, অবসর নেওয়া থেকে আমি আর খুব বেশি বছর দূরে নয়। আশা করি আরও চার-পাঁচ বছর চালিয়ে যেতে পারব। তবে আমি জয় পাওয়া জারি রাখতে চাই। আমার জীবন-যাত্রাটা খুবই সুন্দর। যেখানে পেরেছি সেখানেই আমার পদচিহ্ন রেখে আসার চেষ্টা করেছি। আমার মনে হয় না আমার মতো আর কোনো খেলোয়াড় আছে, যারা এই উচ্চতায়, এই পরিসংখ্যানে পৌঁছাতে পেরেছে। এটাই আমাকে সুখ দেয়।’
এই বয়সে এসে পারফরম্যান্সে এতটা ভাটা না পড়লেও তীব্র সমালোচনার তীরে বিদ্ধ হতে হচ্ছে রোনালদোকে। এর প্রায় সবটায় ম্যানচেস্টার ইউনাইটেডের বাজে পারফরম্যান্সের কারণে। যদিও ২৯ ম্যাচে দ্বিতীয় দফায় ইউনাইটেডে এখন পর্যন্ত ১৫ গোল করেছেন তিনি।